June 30, 2025, 10:57 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক মরহুম সাহাব মিয়া গোল্ডকাপ শর্টপিচ টুণার্মেন্ট আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে। পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানার পরিচালনায় ও তার পিতা মরহুম মোস্তাফিজুুর রহমান (কালু) ফাউন্ডেশনের অর্থায়নে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য শুভেচ্ছা ফ্রি নির্ধারন করা হয়েছে ৩৫০১ টাকা। খেলা শেষে গোল্ডকাপ ট্রপির পাশাপাশি থাকছে চেম্পিয়ন দলকে ৩৫,০০০ ও রার্নাস আপ দলকে ২০০০০ টাকা পুরস্কার।
এর বাইরে ম্যান অব দ্যা ম্যাচ পাবে একটি সাইকেল ও সেরা বোলারকে পাবে একটি মোবাইল ফোন। প্রতিটি খেলায় ৯জন খেলোয়াড় ও অতিরিক্ত ২জন। প্রতিটি ম্যাচ রিভিউ সিস্টেম থাকবে। তাছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, সেরা ব্যাটম্যান, জার্সি, ট্রাউজার, কেডস্ বার্ধ্যতামুলক। পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাঝেরঘাটা স্পোটিং ক্লাব মাঠ সংলগ্ন এ খেলা অনুষ্ঠিত হবে৷
পটিয়া পৌরসভার কাউন্সিলর ও টুর্নামেন্টের প্রধানপৃষ্ঠপোষক গোফরান রানা জানান, বিশিষ্ট সমাজ মরহুম সাহাব মিয়া গোল্ডকাপ টুর্নামেন্ট একটি মানসম্মত টুর্নামেন্ট হবে৷ চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপের পাশাপাশি নগদ টাকা প্রদান করা হবে৷ এতে রার্নাস আপ দলও পাচ্ছে নগদ টাকা। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে ফরম জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।