April 19, 2025, 8:22 am
নুরুল ইসলাম( টুকু) খাগড়াছড়ি সংবাদদাতা
সামাজিক সংগঠন যুব মিলন সংঘ কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় দরিদ্র ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার সময় আদি ত্রিপুরা পাড়ায় অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সংগঠন এর সাধারণ সম্পাদক অংগ্য ত্রিপুরা ( অন্তর) এর সঞ্চালনায় ও সভাপতি রুবেল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা বাবুল বড়ুয়া,উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক মহিলা মেম্বার হিরামতি বড়ুয়া,সাংবাদিক মিঠুন সাহা। এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা কমিটির সদস্য সুজন বড়ুয়া, রণ কর্মকারসহ সংগঠন এর নেতৃবৃন্দ।
এই সময় প্রধান অতিথি বক্তব্যে বিজয় কুমার দেব এই মহতী উদ্যোগের জন্য আয়োজক কমিটির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।এবং এই সেবামূলক কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।