April 22, 2025, 6:44 am
রিপন ওঝা, মহালছড়ি
মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন সভাপতিত্বে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১.০০ঘটিকায় রাঙ্গামাটি জোনের আওতাধীন খাগড়াছড়ি জেলার গ্রামীণ ব্যাংক মহালছড়ি শাখার সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা করা হয়।
উক্ত সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার এরিয়া ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম খান।
এসময়ে কেন্দ্র ব্যবস্থাপক ও ক্ষুদ্রঋণের বিভিন্ন কেন্দ্র হতে আগত সংগ্রামী(ভিক্ষুক) সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত কার্যক্রমে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল,এজিএম কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রকৃতি সৃষ্ট ও মৌসুমী দূর্যোগের ফলে দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর তথা গ্রামীণ ব্যাংকের সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে ঠান্ডাজনিত দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এ দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের শাখাসমূহে সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে সারাদেশের ন্যায় আপনাদের মহালছড়িতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন এ মহতী কার্যক্রম রাঙ্গামাটি জোনের আওতাধীন এলাকায় খাগড়াছড়ি এরিয়ার ৫টি শাখায় খাগড়াছড়ি সদরের পেরাছড়ায়, পানছড়ি সদরে, দীঘিনালার বোয়ালখালীতে, বাঘাইছড়ির মারিশ্যাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।