August 31, 2025, 9:31 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক সন্দেহজনক চোরসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে ক্যাসিনো জুয়া খেলাবস্থায় জুয়ার আলামতসহ মামলা নম্বর ১৫,তারিখ-১৭/১/২৪ খ্রি: এর আসামি ক্যাসিনো সম্রাট অত্র এলাকার জুয়ার ডিলার ১। শফিকুল ইসলাম(২৩),পিতা- শহিদুল ইসলাম,২। মঞ্জিল হক(২২), পিতা-মো: তোফাজ্জল হক,৩। ছানারুল ইসলাম সামু(৩৮), পিতা -মৃত শামসুল হক সরকার,৪। জাহিদ হাসান(২১) পিতা- মৃত সলিমুদ্দিন, সকলের সাং- উত্তর ধুমাইটারী, থানা- সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ থানার মামলা নম্বর ৩, তারিখ-৪/১২/২৩ এর সন্দেহজনক আসামি ৫। সুরুজ্জামান(৩২), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম- খামার ধুবনী, থানা-সুন্দরগঞ্জ,জেলা- গাইবান্ধাদের গ্রেফতার করেন পুলিশ।
এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।