August 31, 2025, 7:57 pm
নিজস্ব প্রতিনিধি।।
পটিয়ায় আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দাখিল সেশন উদ্বোধন, মুয়াল্লিম প্রশিক্ষণের সমাপনী ও হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০জানুয়ারি মঙ্গলবার মাদ্রাসা অডিটোরিয়ামে ডায়মন্ড সিমেন্ট বাংলাদেশ এর পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকার চেয়ারম্যান মুফতি আবু মুরতাজা মুহাম্মদ ফয়জুল্লাহ,বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নূরী সাহেব,বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ,বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছলিম উল্লাহ,আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সভাপতি কাজী আব্দুল হান্নান জিলানী,আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার এবং বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ,আঞ্জুমানে নওজোয়ান,মজলিসুল উলামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা হেফজখানা ও এতিমখানার দাখিল সেশন উদ্বোধনের ফলক উন্মোচন,হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী ও মোনাজাত পরিচালনা করেন।