August 31, 2025, 1:38 am
এম এ আলিম রিপন ঃ এক লাখ ৬১ হাজার ৪৬০ ভোটের রেকর্ড ব্যবধানে ৬৯ পাবনা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির। এই আসনে মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির এক লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর প্রার্থী জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৮২ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বেড়া উপজেলা আংশিক মো.আবুল কালাম কর্তৃক রবিবার রাতে ঘোষিত ফলাফলে জানা যায়, পাবনা-২ আসনের সর্বমোট ভোটকেন্দ্র ১০৮টি। এর মধ্যে সুজানগর উপজেলার মোট ৭২টি ভোটকেন্দ্রে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির পান এক লাখ ১৯ হাজার ১৬৭ ভোট এবং বেড়া উপজেলার আংশিক ৩৬ টি ভোটকেন্দ্রে পান ৪৬ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর প্রার্থী জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী সুজানগর উপজেলার মোট ৭২টি ভোটকেন্দ্রে দুই হাজার ৫০২ ভোট এবং বেড়া উপজেলার আংশিক ৩৬ টি ভোটকেন্দ্রে পান এক হাজার ৮৮০ ভোট। এছাড়া পাবনা-২ আসনের সর্বমোট ১০৮ টি ভোটকেন্দ্রে অপর প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীক নিয়ে পান ৪১১ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতীক নিয়ে পান ৪০৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীক নিয়ে পন দুই হাজার ২২ ভোট,বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী মোমিনুল ইসলাম ফুলের মালা প্রতীক নিয়ে পান ৩৬৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রীক দল(জাসদ) মনোনীত প্রার্থী আনিসুজ্জামান মশাল প্রতীক নিয়ে পান ২১১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান ঈগল প্রতীক নিয়ে পান দুই হাজার ১৩ ভোট।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি