August 31, 2025, 6:59 pm
নুরুল ইসলাম( টুকু) ,
খাগড়াছড়ি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৩য় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ১৯৬টি কেন্দ্রের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) প্রতীকে ২লক্ষ ২০হাজার ৮১৬ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১০হাজার ৯৩৮ ভোট,
খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে ২৯৮ নম্বর আসনটি গঠিত। এর মধ্যে নির্বাচনে ১৯৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন।