March 25, 2025, 9:59 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপির জেলা সহসভাপতি রোকন উদ্দিন বাবুলে নেতৃত্বে, কালীগঞ্জ উপজেলার চাপারহাটের বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ, গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও পথসভা করেন দলটির নেতাকর্মীরা। গত ২৪শে ডিসেম্বর ২০২৩ইং রবিবার বিকালে লিফলেট বিতরণ গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচিতে যুবদল,ছাত্রদল,শ্রমিকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণ,গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও পথসভা কালে জেলা সহসভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলেন, এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তারা আরও বলেন, অবিলম্বে অবৈধ শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া ও অবৈধ তফসিল বাতিলের দাবি জানান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান সবুজ,বিধান চন্দ্র রায়,আজাহারুল ইসলাম, রমজান আলী বকুল সহ আরো অনেক।
হাসমত উল্লাহ।