March 25, 2025, 10:11 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, এর নের্তৃত্বে এসআই (নিঃ)/ এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার, এএসআই (নিঃ)/মোঃ আব্দুল বারী সরকার,কং/৬৯১ মোঃ রাশেদ মিয়া,ও কং/১৭৬ মোঃ আশরাফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ সদর থানাধীন তালুক খুটামারা মৌজাস্থ মোঘলহাট – লালমনিরহাট সড়কের মসলা গবেষণা উপকেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হতে মিজল আমিন (২৫),পিতা-মৃত রুহুল আমিন মানিক, সাং-দূর্গাপুর, ০১নং ওয়ার্ড, ইউপি- দূর্গাপুর, থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট। এর হেফাজত থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় থাকা ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ আটক করেন । এ সংক্রান্তে সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে মামলা রূজ করা হয়। গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার তালুক খুটামারা মৌজাস্থ মোঘলহাট – লালমনিরহাট সড়কের হইতে ফেন্সিডিলসহ আটক করেন ডিবি পুলিশ।
হাসমত উল্লাহ