March 25, 2025, 9:49 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
দুই কোটি ৩০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার দেশের সব সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে (ইপিআই) শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
তার ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়।
১২ ডিসেম্বর মঙ্গলবার উজিরপুর পৌরসদরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান এক শিশুকে নিজ হাতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, উজিরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী সহ আরো অনেকে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলায় ২১৭ কেন্দ্র ৩৬ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।