April 22, 2025, 5:47 am
সৈয়দ ফাহিম রানা পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নবাগত নির্বাহী অফিসার এর বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় অফিরসার্স ক্লাব কর্তৃক আয়োজিত এই বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত নির্বাহী অফিসার অনজন দাশ।
এই সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ,সহকারী কমিশনার ( ভূমি) আহমেদ হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা,কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুন্দার, পানছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।