December 26, 2024, 4:40 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে নালিশী সম্পত্তি জবরদখল ও জোরপূর্বক নির্মাণ কাজ করার চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে স্থিতিবস্থা বজায় রাখার জন্য সব পক্ষকে নির্দেশনা দিয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বসতবাড়ীর ৪ শতক জমি নিয়ে মৃত শহর আলী মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল এর সাথে প্রতিবেশী মৃত নজরুল ইসলাম এর ছেলে ইখতিয়ার ও আব্দুল মালেক মোড়লের ছেলে আনিছুর রহমান ও অহেদ আলী মোড়ল গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। রুহুল আমিন মোড়ল বলেন আমার বসতবাড়ীর জমির সাথেই ১৯৮৬ সালে দুটি এবং ১৯৯১ সালের একটি সহ মোট ৩টি কোবলা দলিল মূলে বিআরএস ৬৮৩ খতিয়ানে ১১৫৫ দাগে ০৬ শতক জমির মধ্য থেকে ০৪ শতক জমি ক্রয় করে ৩৫/ ৪০ বছর যাবত শান্তি পূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ ইখতিয়ার ও আনিছুর রহমান গংরা আমার রেকর্ডীয় ভোগদখলীয় সম্পত্তির গাছ কর্তন সহ জোর পূর্বক জবরদখলের হুমকি দিলে আমি গত ২ ডিসেম্বর প্রতিপক্ষদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমআর ৪৩৭ নং নিষেধাজ্ঞা মামলা করি। মামলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ দেন। এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানার ওসি কে নির্দেশ দেন।এদিকে আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ আনিছুর গংরা লোকজন নিয়ে শুক্রবার সকালে নালিশী সম্পত্তিতে পাকা পিলার নির্মাণ করার চেষ্টা করে এসময় বাঁধা দিতে গেলে তারা আমাদের মারপিট করে। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। এব্যাপারে থানার এস আই সুজিত জানান কাজ বন্ধ করে দিয়ে নির্বাহী আদালতের নির্দেশনা মোতাবেক দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য সব পক্ষ কে নোটিশ দিয়েছি।
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।