July 27, 2024, 4:36 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পাইকগাছায় ৪ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন শীঘ্রই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো আমরা – মোংলায় নৌবাহিনী প্রধান লাখো মুসল্লির জানাজা শেষে ছারছীনা শরীফের পীর সাহেবের দা*ফন সম্পন্ন পানছড়িতে মা মনসা পুঁথি পাঠের আসর জমে উঠেছে গোপাল হাজারীর বাড়িতে কোট বি*রোধীদের উপর হাম*লার প্রতি*বাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষো*ভ নবাগত গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলদিয়ে শুভেচ্ছা জানালেন যুবলীগ সভাপতি তানোরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্র পৌর মেয়র আনজুমান আরা সভাপতি নির্বাচিত বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর নায়বে আমীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর ইন্তে*কাল ধামইরহাটে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের গাছ রোপন
ময়মনসিংহ-৬ আসনে পরিবর্তনের আভাস, আলোচনায় নতুন মুখ সালমা

ময়মনসিংহ-৬ আসনে পরিবর্তনের আভাস, আলোচনায় নতুন মুখ সালমা

ষ্টাফ রিপোর্টারঃ
তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র জমা আর যাচাই-বাছাই এর মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। নির্বাচন বানচালে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন পত্র জমা আর যাচাই-বাছাই এ আনন্দের জোয়ার বইছে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দলগুলোর মধ্যে। এরই ধারাবাহিকতায়, ঘোষিত তফসিলে যাচাই-বাছাই এর পরেই দেশের অন্য সংসদীয় আসনের মতো ময়মনসিংহ-৬(ফুলবাড়িয়া) আসনেও জমে উঠছে নির্বাচনী রাজনীতি। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য মোসলেম উদ্দিন এরই মধ্যে নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। চালাচ্ছেন জোর প্রচার প্রচারণা। আসনটি অনেক দিন ধরে এক হাতে শাসন করেছেন বর্তমান এমপি মোসলেম উদ্দিন। কিন্তু গত দিনগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নেয়। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান,বিগত দিনের কিছু ঘটনাকে কেন্দ্র করে এবার দলের তৃণমূল নেতাদের আস্থা হারিয়েছেন এমপি মোসলেম উদ্দিন। এসব ঘটনা এবং দলে বিএনপি-জামায়াত অনুপ্রবেশের কারণে ভাটা পড়েছে সংসদ সদস্য মোসলেম উদ্দিনের রাজনৈতিক জনপ্রিয়তায়। দলে তৈরি হয়েছে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী। এবার এই আসনটি পরিবর্তন হতে পারে। আসবে নতুন মুখ। এমনটাই ধারণা তৃণমূল নেতাকর্মীদের এবং স্থানীয় আওয়ামী কর্মী সমর্থকদের। ফুলবাড়িয়ার একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, এবার হেভিয়েট প্রার্থীর মধ্যে রয়েছে আসনটি বর্তমান এমপি মোসলেম উদ্দিন ছাড়া তারই কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম সালমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার,বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মান্নান আকন্দ। তবে এমপি মোসলেম উদ্দিনের সাথে তার মেয়ে সেলিমা বেগম সালমার প্রতিদ্বন্দ্বীতাই উপজেলায় আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। একই পরিবারে বাবা-মেয়ের প্রার্থীতার প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। সুত্র জানিয়েছে-এমপি মোসলেম উদ্দিনের মেয়ে প্রবাসী সেলিমা বেগম সালমা এর আগের নির্বাচনগুলোতে বাবার বিজয়ে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন। এবারের নির্বাচনে সালমা আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ফলে উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা নেতারা ধরেই নিয়েছেন কপাল পুড়তে পারে মোসলেম উদ্দিনের। উপজেলা পৌর শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই আলোচনায় রয়েছে মেয়ে সেলিমা বেগম সালমা। উপজেলার বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ-৬ আসনটিতে পরিবর্তন হতে পারে। শক্ত এবং জনপ্রিয় ব্যক্তিকে চায় নেতাকর্মীরা। তবে সব কিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীর সিদ্ধান্তের উপর। জানা গেছে, উপজেলায় ব্যাপক আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমা ব্যক্তিগতভাবে গীরব অসহায় ব্যক্তিদের প্রতিমাসে আর্থিক অনুদানসহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি কয়েক হাজার বেকারের কর্মসংস্থান করেছেন। নিজের নির্বাচনি এলাকার নিন্ম বৃত্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়াও মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজে আর্থিক অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন।যে সকল শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়াশোনা ছাড়তে বসেছিলেন তাদের পড়াশোনার দায়িত্ব নিজে কাঁধে নিয়েছেন। ফলে দল মত নির্বিশেষে স্থানীয়দের মাঝে ব্যাপকভাবে আলোচিত তিনি।

সেলিমা বেগম সালমা বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পরীক্ষিত কর্মী। দলের দুর্দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছি। দল ক্ষমতায় থাকাকালীন ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদের ওপর মামলা-হামলাও হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চেয়েছি পাইনি। এসব ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আওয়ামী নেতাকর্মীদের মধ্যে কোন কোন্দল দেখতে চাই না। আমাদের একটাই পরিচয় আমরা আওয়ামী লীগ এবং আমাদের নেত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD