February 15, 2025, 3:49 pm
মংচিন থান তালতলী( বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে ২৭ নভেম্বর সোমবার যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের মহাপুন্যময় অনুষ্ঠান দান শ্রেষ্ঠ,দানোওম শুভ কঠিন চীবর দানোৎসব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল ও অষ্টম শীল গ্রহন,বৌদ্ধ পূজা,অষ্ঠউপকরন সহ সংঘদান,কঠিন চীবর দান করা হয়।আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে দনোওম শুভ কঠিন চীবর দানোৎসব ধর্মদেশনা দান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্তব পুনা নান্দা মহাথের,
,অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের ও উচান্দা ভিক্ষু প্রমূক্ষ।উক্ত,ধর্মীয় অনুষ্ঠানে তিন শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
মংচিন থান
তালতলী প্রতিনিধি