April 29, 2025, 8:19 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সীরহাট বাজারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করতে হবে।‘মানুষ হরতাল-অবরোধ চায় না।আগুন সন্ত্রাস চায় না।মানুষ শান্তি চায়।বিএনপি ক্ষমতায় এলে জ্বালাও-পোড়াও হবে।মানুষ হত্যা করবে।এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো; গোলাম কবির,সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।