April 29, 2025, 8:18 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে ও তার স্বামী সাদ্দাম হোসেন আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার আগড়ঘাটা বাজারস্থ ভেদামারী মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহত মহিলা উপজেলার প্রতাপকাটি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম হোসেন জানায়,গত জুন মাসে তাদের বিয়ে হয়। শ্বশুর বাড়ী রাড়ুলী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ী যাচ্ছিল তারা। আগড়ঘাটার ভেদামারি মোড়ে পৌছালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১ নং বাসের ধাক্কায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আয়শা। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পঠিয়েছে ও ঘাতক বাসটি জব্দ করেছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান।