December 26, 2024, 11:24 am
হেলাল শেখঃ মিথ্যাচার ও ছলনা করে বুঝালে মন করলি হৃদয় ছুরি, আশায় আলো নিভালি আজ গলায় মারলি ছুরি।
কি বলে তোমায় অভিসাপ দেবো হায়রে মোর প্রানের কবুতর, ব্যথার তুফানে বাসালি আমায় ভাঙলি সুখের ঘর।
আপন ভেবেছি বলেই না চেয়ে পেয়েছো যা, পর ভেবে ছিরলে মায়ার জাল, এমনি যেন পুড়ে মরি বাঁচি যতকাল।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেই মানুষ কেন অমানুষ হয় বুঝতে পারিনি, একটি সত্যকে আড়াল করতে শতাধিক মিথ্যা বলতে হয়, মানুষ আসলে কেউ কারো নয়।
আমরা দুইদিনের মেহমান, আজ আছি কাল হয়তো থাকবো না, আমাদের কিসের এতো অহংকার, আল্লাহ চাইলে এক মূহুর্তে সব শেষ। বেশ ভালো থেকো দোয়া করি কিন্তু জন্মালে মৃত্যু হবে তা নিশ্চিত, একদিন হবে সব শেষ।