March 16, 2025, 11:46 pm
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল এগারো টায়(৪নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু(এমপি)।
আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র আ.ওয়াহেদ খান,সহকারি কমিশনার (ভুমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ।
এরপর প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৯৪৫জন কৃষকের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখি,সয়াবিন,মুগ,মসুর,খেসারির বীজ ও সার বিতরন করা হয়েছে।