April 22, 2025, 5:43 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৩১ অক্টোবর মঙ্গলবার
পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।
বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের হরতাল অবরোধের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত
শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট ও তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান শিবলন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।