March 25, 2025, 10:31 pm
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারা দেশে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করেছে ঝিনাইদহ বিএনপি। আজ সকালে জেলা বিএনপি’র আয়োজনে এম এ মজিদের নেতৃত্বে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এ্যাড. কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পপ্পু, আলমগীর হোসেন আলম, মোঃ শাহজাহান আলী, আহসান হাবিব রওনক, মোসতাক হোসেন, মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা ডাকা হরতালের প্রভাব পড়েছে ঝিনাইদহে। মহা-সড়কে চলছে না পণ্য ও যাত্রীবাহী যানবাহনসহ দূরপাল্লার সকল পরিবহন। শহরে বন্ধ রয়েছে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।
ঝিনাইদহ
আতিকুর রহমান।