February 15, 2025, 7:25 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপ-সচিব)
শাহানা আখতার জাহান। সোমবার দুপুরে তিনি দেওপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে পরিষদ ভবনে কিছু সময় কাটান এবং পরিদর্শ বহিতে মন্তব্য লিখে স্বাক্ষরও করেন। এ সময় দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোদাগাড়ি উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দীন সোহেল, যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল এ প্রতিবেদককে উপ- সচিব মহোদয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে প্রশাংসা করেছেন। আগামী এধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।