February 15, 2025, 7:55 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহে আলম। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রসংশা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রসংসা করে কৃষককে অধিক পরিমাণে ফসল ফলনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে সরিষা সহ রবি ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৫৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এই প্রনোদনা কর্মসূচিতে ১২০০জন কৃষকের প্রত্যেকে ২০কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ০২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৩৫০০ জন কৃষক ০১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৪০০ জন কৃষক ০১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ০১ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ০৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ০৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার এবং ২০০ জন কৃষক ১০ কেজি করে চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার পাবেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।