February 15, 2025, 8:51 pm
সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ঃ বাংলাদেশ নিয়ে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে, চলমান বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি আর এমন অবস্থাতে বিরোধী দলগুলোর নেতারা কি ভাবছেন? তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? আর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে জাতির কাছে প্রশ্ন?। আমরা ইতিহাস ও বাস্তবতাকে অস্বীকার করতে পারিনা। বর্তমান সরকার পদ্মা সেতুসহ অনেক উন্নয়ন করেছে। এবার আমরা একটু পিছনে ফিরে দেখবো।
বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে ১৯৭৫ সালে নিষ্টুরের মতো হত্যা করেছে ঘাতকরা, বঙ্গকন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সেই হত্যাকারীদেরকে পুরোপুরিভাবে বিচার করতে পারেননি, এখনো অনেকেই বিদেশে পালিয়ে আছে। চলমান সরকারের ধারাবাহিক উন্নয়ন ও ইতিহাস কি বলে? ১। প্রজাতন্ত্র-বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত। ২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা-প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে।
বাংলাদেশের ইতিহাসঃ তথ্য সুত্রে জানা গেছে, বাংলাদেশে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়, ২মার্চ ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তথ্য-কমপিউটার বিসিএস প্রিলিমিনারী গাইড এর ৮৭ নং পাতা। যাঁর ডাকে বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলেন, ৯ মাস যুদ্ধ করে এক পাহাড় পরিমাণ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, তাহার স্মৃতি সবার মাঝে বেঁচে আছে। এখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি, স্বাধীন ভাবে পথ চলছি, সকল বীর শহীদদের আত্মার মাফেরাতের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন।
১৯৭১ইং সালের পর বাংলাদেশের প্রশাসনিক কাঠামো-বিভাগ সংখ্যা ছিলো ৬টি যা বর্তমানে ৮টি করা হয়েছে। ৬৪টি জেলা রয়েছে। প্রতিটি জেলায় পুলিশ প্রশাসন ও সংবাদ কর্মী আছেন, সেই সাথে প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি জনগণের স্বার্থে কাজ করছেন। যে পেশায়, যে দায়িত্বে রয়েছেন, সবাই যদি সঠিকভাবে সেই দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, উন্নয়ন হবে, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হবে। উন্নয়নমূলক কাজ করার কথা সবাই বলা যায় কিন্তু উন্নয়ন করা এতো সহজ নয়। আমাদের সবাইকে সরকারী সম্পদ রক্ষায় কাজ করতে হবে। যেমনঃ সরকারী খাল, বিল, নদী ও গ্যাস, বিদ্যুৎসহ যেসকল সেক্টর রয়েছে, সবগুলোর দিকে নজরদারি বৃদ্ধি করতে হবে। প্রতিটি যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র করতে হবে। মাদক, জুয়া, দেহ ব্যবসা বন্ধ করতে হবে। এই ৩টি অবৈধ ব্যবসা বন্ধ হলে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমে যাবে।
বিশেষ করে আপনার আমার পরিবার, সমাজ, দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে আমাদেরকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। যে জাতি যতো সচেতন হবেন-সেই জাতি ততই উন্নতির দিকে যাবে। আমরা কেউ কারো হিংসা ও নিন্দা না করি, বিবাদ সৃষ্টি না করি, যার যে কাজ,সেই কাজ সঠিকভাবে করবো। আমরা দুইদিনের মেহমান, আজ আছি, আগামীকাল হয়তো থাকবো না। খারাপ কাজ করা সহজ কিন্তু ভালো কোনো কাজ করে দেখাই যে, এই কাজটি আমরা মানবতার কল্যাণে করেছি, এটা ভালো কাজ। ভালো কিছু করতে বেশি অর্থ লাগেনা, ভালো মনমানুসিকতা হলেই হয়। হে মানুষ তোমার সবকিছুতেই চাহিদা আছে সত্য কিন্তু যৌবনের চাহিদা আর পেটের খাবারের চাহিদা না থাকলে কোনো কাজ করার দরকার হইতো না। যৌবন মানব জীবনের এক শ্রেষ্ট সম্পদ তাকে অস্বীকার করা যায় না কিন্তু দেহগত যৌবন আর মানুসিক যৌবন একরকম না। আমরা যে মানুষ, যে ধর্ম পালন করি না কেন, একদিন বিচারকের সামনে হাজির হতে হবে। আমরা অন্যের জন্য সবকিছু করছি, নিজের জন্য কি স য় রেখেছি? বুঝতে পারলে সেই বুদ্ধিমান। মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। আমি অভিনয়ে বেশি চাই না,বাস্তবে আমাকে কম দাও। ধর্ম, কর্ম নিয়ে মানুষের জীবন চলে আর কে কেমন ভালো কর্ম করেছেন তা বুঝতে হয়। কারো মনে কেউ কষ্ট দিয়ে বা কারো ক্ষতি করে কেউ কি লাভবান হওয়া যায়? আসুন আমরা সত্যের সন্ধ্যানে মানবতার কল্যাণে কাজ করি।
বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে? আর নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধি করা হবে কিনা, নাকি মানুষের বেতন ভাতা ও আয় রোজগার বৃদ্ধি করা হবে, দেশের দুইটি শক্তিশালী দল ১। আওয়ামী লীগ, ২। বিএনপি, একদল অন্য দলকে দোষারোপ করে থাকে এটা নতুন কিছু নয়, যারা ভালো মানুষের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেই সম্মানিত ব্যক্তিদের সম্মান রক্ষায় অপপ্রচারকারী অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও র্যাবসহ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের তথ্য সংগ্রহ করতে আমরা পথে প্রান্তরে আছি। পর্ব-১