February 15, 2025, 7:54 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে “সমাজ পরিবর্তনে শিক্ষার্থী শীর্ষক” ঢাকা ইউনিভাসিটি অ্যালামনাই অ্যাসাসিয়েশের উদ্যোগে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি গ্রামে সভা করেছেন।
গতকাল বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) বৃহষ্পতিবার দুপুর দুটায় ঢাকা ইউনিভাসিটি অ্যালামনাই অ্যাসাসিয়েশের ব্যানারে পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। কল্লোল কুমার বৈদ্য। এতে বক্তব্য দেন ঢাবি অ্যালামনাই অ্যাসাসিয়েশের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও ঢাবি‘র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কায়সার, বিশ^বিদ্যালয় শিক্ষার্থী মেহেরুন্নেসা, অনামিকা শীল,মোস্তাক আহমদ, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইসমত আরা প্রমূখ।
এছাড়া দুপুর ১২টায় কর্ণফুলী উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে, বিকেল সাড়ে তিনটায় পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এবং বিকেল পাঁচটায় কুসুমপুরা থানা মহিরা এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠনের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে “সমাজ পরিবর্তনে শিক্ষার্থী শীর্ষক” দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে প্রচারাভিযান পরিচালানা শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তারা। বক্তরা বলেন, এধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীসহ এলাকার মানুষ সচেতন হবে।