February 15, 2025, 8:52 pm
আরিফ রববানী ময়মনসিংহঃ
১৫২ ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সদস্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ত্রিশাল পৌরসভা হতে তিন বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সমান। জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন, তাই সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করছে, তাই সকলে সমানভাবে উন্নতি করছে।
শনিবার বিকেলে ত্রিশাল উপজেলার ৪ নং কানিহারী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এর আগে বিকাল ৩টায় পৌরসভা কার্যালয় হতে বিশাল একটি মটর সাইকেল বহর নিয়ে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় বইলর কাঁঠাল ইউনিয়নে জনসংযোগ করেন ও পুজা মণ্ডপ পরিদর্শন করেন ত্রিশাল পৌরসভার সফল ও জনপ্রিয় মেয়র আলহাজ্জ্ব এবি এম আনিছুজ্জামান (আনিছ)
এসময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেবে।
বিভিন্ন পূজা মন্ডপে মেয়র আনিছুজ্জামান তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরে বলেছেন, বর্তমান সরকার দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে তা দেশের ইতিহাসে আর নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ধর্মের মানুষের জান মাল নিরাপত্তায় এই নির্বাচনে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় বসিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন- আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে এমপি নির্বাচিত হতে পারলে হিন্দু সম্পদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান গুলো উন্নয়ন করা হবে।আপনারা যাতে আরো উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা করে দিবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ, উপজেলা জাতীয় শ্রমিকলীগ, সাবেক ছাত্রলীগ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ, উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।