February 15, 2025, 8:04 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের পক্ষ থেকে ফলের ঝুড়ি উপহার দেয়া হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার (২২ অক্টোবর) বিকালে উপজেলার সাহাপাড়া কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত দুর্গাপূজা আয়োজন কমিটির সভাপতি অভিজিৎ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টুঙ্গিপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ও সেকেন্ড অফিসার ওবায়দুর রহমান, দুর্গাপূজা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা বক্কব্য রাখেন।
আলোচনা সভা শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের পক্ষে সাহাপাড়া কালীমন্দির দুর্গাপূজা আয়োজন কমিটির সভাপতি অভিজিৎ কুমার সাহা ও সাধারণ সম্পাদক শংকর কুমার সাহার হাতে উপহারের ফলের ঝুড়ি তুলে দেয়া হয়।
টুঙ্গিপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, শারদীয় দূর্গাপূঁজা নির্বিঘ্নে করেত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। #