February 15, 2025, 8:46 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে নারীর ভূমি ও কৃষির অধিকার সংশ্লিষ্ট আইন, নীতিমালা ও মাঠে বাস্তবতা বিষয়ক ১দিনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কারিতাস তালতলী কার্ষালয়ের ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন আই এল সি অর্থায়নে,কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ তত্ত্বাবধানে,অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেসন অব বেসিক নিড্স আরবান আয়োজনে,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মিস্টার মংখেনলা তালুকদার এর সভাপতিত্বে মিসেস চান্দা ওয়ান এর সঞ্চালনায় প্রবন্ধ ও স্বাগত বক্তব্য রাখেন আরবান এডমিনিস্টারটিপ কো-অর্ডিনেটর নাজিমউদ্দিন খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল -কবির জমাদ্দার, বক্তব্য রাখেন নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মিয়া ,তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রহমান,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মিস্টার মংচিন থান, কান্ট্রি ফ্যাসিলেটর বি এল আর এন আশীষ আহমেদ, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, ইউ পি সদস্য জসীম উদ্দীন, সমাজ সেবক মিস্টার চনমংতালুকদার, মিসেস ইরানী বেগম ও প্রমূখ।উক্ত অনুষ্ঠানের নারী-পুরুষ ৪০ জন অংশগ্রহণ করেন।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি।