February 15, 2025, 7:11 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ শিল্প,সাহিত্য,সাংস্কৃতি,ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ম্যাগাজিন আমাদের সুজানগর সাহিত্য সংকলন গ্রন্থ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক শরিফুল ইসলামের স ালনায় সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আ ফ ম মফিজুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক, সংগঠনের উপদেষ্টা কথাসাহিত্যিক এ কে আজাদ দুলাল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি(নায়েম) এর পরিচালক কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান,সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি আব্দুল বাছেত(বাচ্চু),আমাদের সুজানগর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং আমাদের সুজানগর সাহিত্য সংকলনের সম্পাদক প্রকৌশলী মো.আলতাব হোসেন। অনুষ্ঠানে হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ,সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক,বিশিষ্ট কবি,ছড়াকার,ঔপন্যাসিক মো.আব্দুস শুকুর, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,কবি আসলাম উদ্দিন, কবি আজিজুল কায়সার,কবি মহিউজ্জামান মিঠু, কবি পরেশ চক্রবর্তী, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ উপজেলার অন্যান্য কবি, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ভবিষ্যতে এই উপজেলার লেখকেরা আরও নতুন নতুন গ্রন্থ প্রকাশ করে পাঠকদের সমৃদ্ধ করবেন বলে আশা করি। এ সময় লেখকেরা তাদের বক্তব্যে সবার উৎসাহ নিঃসন্দেহে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাদের প্রেরণা যোগাবে বলে জানান। সংকলন গ্রন্থটিতে সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য,সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ছোটগল্প,প্রবন্ধ সহ উপজেলার বিভিন্ন লেখকের কবিতা ও ছড়া স্থান পেয়েছে। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।