October 14, 2024, 8:15 pm
আরিফ রববানী, ময়মনসিংহ।।
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী মতবিনিময়, আলোচনা,কেক কাটাসহ শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ৯০এর গণ আন্দোলনে রাজপথে থাকা সাবেক সাহসী ছাত্রনেতা সেলিমা বেগম সালমা।
কর্মসুচীর অংশ হিসাবে বুধবার (১৮অক্টোবর)সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কেক কাটা এবং আনন্দ মিছিল ও ফুটবল বিতরন ও একই দিনে উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মরনে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরন করেন তিনি। পরে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের খাবার খাওয়ান। সাবেক ছাত্রনেত্রীর এই ব্যতিক্রম এই আয়োজনকে ঘিরে প্রতিষ্ঠানগুলো মাঠে শিক্ষার্থীদের আনন্দের উল্লাস দেখা গেছে ।
এসময় মতবিনিময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন , বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর শিশু শেখ রাসেলকেও নৃশংসভাবে হত্যা করেছে ঘাতকরা। শেখ রাসেলের মধ্যে ছিলো এক মহৎ আদর্শ। আজ শেখ রাসেল বেঁচে থাকলে শোষিত মানুষের নেতা হতেন।’শেখ রাসেলের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, চেতনা ও দায়িত্ববোধ ছিলো। নব প্রজন্মের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, চেতনা ও দায়িত্ববোধ থাকলে তারা খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছবে। শেখ রাসেলের কাজের মধ্যে ছিলো ইতিবাচকতা। দেশে ইতিবাচকতা ছড়িয়ে পড়লে দেশের উন্নয়ন হবে। এজন্য আমি শিক্ষার্থীদের ইতিবাচক কাজের দিকে ধাবিত হওয়ার জন্য আহ্বান জানাই।’ এসময় প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পলাশতলী গ্রামে উঠান বৈঠকে মহিলা ভোটার ও তাদের শিশুদের নিয়ে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম বেগম সালামা। দুপুরে প্রায় শতাধিক নেতা-কর্মীকে নিয়ে ফুলবাড়ীয়ার অন্তর সিনেমা হলে “মুজিব”ছিনেমা দেখেন এবং বিকেলে বাদ আছর দলীয় কার্য্যালয়ে জাতির জনক ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ-মাহ্ ফিল ও দোয়া শেষে মিষ্টি বিতরন করেন তিনি। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হলে সেখানে আগামী নির্বাচনে নৌকার বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সেলিমা বেগম সালমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ ফুলবাড়ীয়া উপজেলার আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত জনি, স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ীয়া শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সেলিম, পৌর ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, মৎস্যজীবী লীগ ফুলবাড়ীয়া শাখার সদস্য সচিব হাবিবুর রহমান, গায়েন শমর প্রমুখ।