December 22, 2024, 6:16 am
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুর ১২:টায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ এর নিরাপত্তা প্রদান উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর বিপিএম-সেবা ।
পুলিশ সুপার ব্রিফিং প্যারেডে উপস্থিত সকল সদস্যদের দুর্গাপূজা চলাকালীন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার নির্দেশ প্রদান করেন।
কোন মহল যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কোন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে বা সৃষ্টি হলে তাৎক্ষণিক পূজা উপলক্ষে নিয়োজিত ফোকাল পয়েন্ট অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল নীলফামারী; জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স; জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারীর কর্মকর্তা ও আনসার সদস্য বৃন্দ।