October 9, 2024, 6:57 pm
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় গত ১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকাল ০৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এবং র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে সুমাইয়া খাতুন @ নাসরিন (১৯) হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রোমান @ নোমান (২৫) পিতা-মৃত, তোফাজ্জল সাং-পূর্ব মোহনপুর, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে।অভিযুক্তের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৩১ তারিখ-০৮/১০/২৩, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
২। ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন @ নাসরিন এর পূর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে দুই বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করতো। পরবর্তীতে মোঃ রোমান @ নোমান ও সুমাইয়া খাতুনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। মোঃ রোমান @ নোমান মাঝে মধ্যেই সুমাইয়া খাতুন @ নাসরিনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। গত ৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকেলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমকে মোঃ রোমান @ নোমান ৩/৪ জন বন্ধু সহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। ভোরে রোমান @ নোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুন @ নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। এরপর মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে সংবাদ জানিয়ে পালিয়ে যায় ।
৩। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
র্যাবের এই ধরণের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।