October 9, 2024, 6:49 pm
আব্দুল আউয়াল,
বরিশালের বিশিষ্ট গুণীজন,বানারীপাড়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য,আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাড.এস এম ইকবাল ইন্তেকাল করেছেন ইন্না….. রাজিউন। তিনি আজ দুপুর ৪টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী সহ দুই ছেলে সন্তান রেখে গেছেন। আজ ১৯ অক্টোবর ২০২৩ রোজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শ্রদ্ধা জানানো হবে এর পরে দুপুর ১২ টায় বরিশাল শহীদ মিনারে গার্ড
অফ অনার দেয়া হবে।
মরহুমের নামাজর জানাযা যোহরের নামাজের পরে দুপুর ২টায় বরিশাল বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।
তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলাহ,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড.তালুকদার মো.ইউনুস,মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মো.জাহাঙ্গীর হোসেন.মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাওলাদ হোসেন সানা,অ্যাড.আতিকুর রহমান জুয়েল,পার্থ প্রতীম চন্দ ও সাংবাদিক আব্দুল আউয়াল। এছাড়াও আরও অনেক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য তার গ্রামের বাড়ি বানাড়িপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের লবনসরা গ্রামে।