December 30, 2024, 4:42 pm
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত। আজ বুধবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় শেখ রাসেল এর প্রকৃতিতে
প্রথমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন প্রথমে ফুলের শুভেচ্ছা জানান। এর পরে বেতাগী থানা, মুক্তি যোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রাসেলের ম্যুরালে ফুল দিয়ে জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিকাল ৪ ঘটিকায় উপজেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও গ্রিস পিস সোসাইটি বেতাগী উপজেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিটিএফ এর সহ সভাপতি মোঃ ইমরান হোসেন, শিশু গবেষক মাইনুল ইসলাম তন্ময়, শিশু সাংসদ সদস্য মোঃ আরিফুল ইসলাম মান্না প্রমুখ।
আলোচনা সর্বশেষ শেখ রাসেল দিবস উপলক্ষে চিএাঙ্কান, কুইজ, রচনা প্রতিযোগীতা আয়োজিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু বঙ্গমাতা, শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য। দোয়া-মোনাজাত শেষে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়।