October 14, 2024, 9:49 pm
খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি ।
রংপুরের তারাগঞ্জে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর উপজেলা কার্যালয় তারাগঞ্জের আয়োজনে আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় শেখ রাসেলের ছবিতে পুষ্প মাল্য অর্পন করে র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ইউএনও রুবেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বায়াজিদ বোস্তামী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সহকারি কমিশনার ভূমি ফরিদা সুলতানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া (পিপিএম) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন , কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, ইকরচালি ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক – শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।