October 9, 2024, 7:08 pm
এম এ আলিম রিপনঃ “পানি জীবন,পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে বিশ^ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর ) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বের হওয়া র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলর ুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.মাহে আলমের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা , একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।