October 13, 2024, 6:59 am
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের পাঁচবিবিতে বর্তমান আওয়ামী সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মোহাম্মাদপুর ইউপি চেয়ারম্যান এস.এম রবিউল আলম চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় আওয়ামী সরকারের সকল উন্নয়নের কথা তুলেধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড.সামছুল আলম দুদু-এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে আব্দুল হক, বিভিন্ন ওয়ার্ডের সুবিধা ভোগী ও স্থানীয় ইউপি সদস্য,সদস্যা বৃন্দরা।
উক্ত সভায় মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, ভিজিডিসহ সরকারের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিরেন দাস,জয়পুুরহাট।