October 5, 2024, 3:22 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: গোলাম কবির, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো: জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন যথাযথভাবে পালনে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এদিন শেখ রাসেল শিশু পার্কে বিনামূল্যে শিশুদের প্রবেশাধিকার ও বিভিন্ন রাইডে চড়ার সুযোগ থাকবে। #