October 12, 2024, 2:34 am
আজিজুল ইসলামঃ পরিত্যাক্ত একটি বোমা ফেটে কিশোর আহত হয়েছে। যশোরের বেনাপোল বড় আঁচড়া গ্রামের একটি বেগুন ক্ষেতে দুপুর সাড়ে ১২ টার দিকে বোমা বিস্ফরণে মুরাদ হোসেন নামে ১৬ বছরের এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর বড় আঁচড়া গ্রামের আরিফের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনার স্থান পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়, বেগুন ক্ষেতের ভেতরে কচুগাছ পরিস্কার করার সময় বিকট জোরে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার আঘাতে মুরাদের চোখ মুখ ক্ষত বিক্ষত হয়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া জানান, বোমা বিস্ফোরণের খবর শুনেই বিস্ফোরণ স্থান পরিদর্শন করা হয়েছে । মুরাদ নামে এক কিশোর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছে সেটি তদন্ত করে দেখা হবে।