October 12, 2024, 3:26 am
খাইরুল ইসলাম মুন্না
আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ এর সভাপতি জারিফা সিকদার । ১১ অক্টোবর বুধবার বিশ^ কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে কনিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট-সিবিডিপি ওয়াইমুভস প্রকল্পের মাধ্যমে গার্লস টেকওভার কর্মসূচীর আয়োজন করা হয়। আমতলী উপজেলা কে শিশুর জন্য সুরক্ষিত রাখতে বদ্ধ পরিকর থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, যুব, সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একতাবদ্ধ থাকা, শিশুদের বিনোদনের জন্য এলাকায় শিশুপার্ক ও খেলার মাঠ বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, কন্যা শিশুদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা মিলনায়তন প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং একটি করে শিশু সুরক্ষা দল গঠন করার বিষয় সুনির্দিষ্ট প্রস্তাব আনেন। এর উপর ভিত্তি করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতীকী উপজেলা পরিষদ চেযারম্যানদ্বয় একটি সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিবিডিপি ওয়াই মুভস্ প্রকল্প বাস্তবায়ন করছে।
গার্লস টেকওভার অনুষ্ঠানে আমতলী উপজেলা এনসিটিএফ এর সহ-সভাপতি আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি জাকির হোসেন, মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিক, যায়যায়দিন, আমতলী, লিটন হিউবার্ট কোড়াইয়া, ওয়াল্ড ভিসন প্রতিনিধি। এ ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিডিপি’র হিসাব কর্মকর্তা নিলুফার বি আম্মান, প্রকল্পের ইয়ুথ ভলান্টিয়ার সাজিদ আরমান সজিব সহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সজিব হোসেন ইয়ুথ ভলান্টিয়ার বরগুনা সদর।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। সভায় বক্তাগণ বলেন কন্যা শিশুর নেতৃত্বের বিকাশ ও উন্নয়নে এ ধরনের কর্মসূচি প্রশংসার দাবিদার।