October 9, 2024, 4:42 pm
বেতাগী বরগুনা প্রতিনিধি
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ড. মাহবুবুর রহমান (টুকু) বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।
সোমবার (০৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে শতাধিক’ মোটরসাইকেল নিয়ে বেতাগী পৌর শহরে জনসংযোগ করে বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে উপজেলার মোকামিয়া, জোইলসা, কাউনিয়া, কুমারখালি, চান্দখালীসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন, গণসংযোগ ও ছোট ছোট পথসভা করেন।
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান টুকু গত (০৭ অক্টোবর) বরগুনায় আগমন থেকেই বরগুনা-২ আসনের বিভিন্ন যায়গায় প্রচার প্রচারণাসহ বিভিন্ন এলাকায় পথসভা করছেন। এর আগেও এলাকায় এসে বিভিন্ন সময় মোটরসাইকেল শোডাউনসহ প্রচারণা চালিয়েছেন।
এসময় ড. মাহবুবুর রহমান (টুকু)র শোডাউন, গণসংযোগ ও পথসভায় বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের বিভিন্ন পেশাজীবির কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ড. মাহবুবুর রহমান (টুকু) বলেন, আমি বরগুনা-২ আসনের প্রত্যেকটি মানুষের সেবা করার উদ্দেশ্যে আমেরিকা থেকে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগীতে আত্মার টানে, আমার গ্রামে আমি ছুটে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের মনের বিভিন্ন সপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবো। আর যদি অন্য কাউকে নৌকার মনোনয়ন দেয়া হয়, তাহলে সবাই মিলে প্রধানমন্ত্রীর নৌকায় ভোট দিব। আর আমি ব্যক্তি জীবনে বিবাহিত এবং একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবী। আমি মনোনয়ন না পেলেও স্মার্ট বাংলাদেশ গড়তে আমি আপনাদের সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ।