October 13, 2024, 5:26 pm
ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি কর্মসূচি বাস্তবায়নে কর্মপস্থা নির্ধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্ঞান, প্রজ্ঞা, স্বাধীন চিন্তাধারাকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান এর উদ্যোগ গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (১০ অক্টোবর) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক পর্যায়ের ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের “অসমাপ্ত আত্মজীবনী” বইটি পড়তে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষকগণ বইটি থেকে নির্বাচিত অংশবিশেষ শিক্ষার্থীদের পড়ে শোনাবেন এবং মর্মবাণী অনুধাবনে সহায়তা করবেন। উপজেলা পর্যায়ে প্রকল্পটি শতভাগ বাস্তবায়নে সহায়তা করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম সভাপতিত্বতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নূর জাহান বেগম বিউটি, উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।