October 14, 2024, 8:18 pm
এম এ আলিম রিপনঃ পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচ করে দাঁড়াবে। আমরা গড়ে তুলবো উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। দেশের প্রত্যেকে হবে স্মার্ট নাগরিক। সমাজ,অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থাও হবে স্মার্ট। মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশের নতুন স্বপ্ন দেখিয়েছেন। ইতিমধ্যে ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশের রূপরেখা। তাই এই লক্ষ্য অর্জনে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে কেউ আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই শিক্ষা অর্জনের সফলতা আসবে। এ সময় তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের কাঙ্খিত উন্নয়ন অর্জন করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকে সাথে নিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও থানার ওসি জালাল উদ্দিন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের জীবনালেখ্য এবং সুজানগরের ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সরকারি ডাঃ জহুরুল কামাল কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল হক, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আরিফ বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি