October 14, 2024, 8:59 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ সোমবার রাতে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িকে আদালতে প্রেরন করেছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে এসআই মিল্টন মন্ডলের নেতৃত্বে পুলিশ বড়মগড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নলিনী শিকারীর ছেলে মিহির শিকারীকে (২২) ১১০গ্রাম গাঁজাসহ গ্রেতার করেছে। এ ঘটনায় এসআই মোঃ ইদ্রিস হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত মিহিরকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।