July 6, 2025, 5:21 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক রকিবুল হক, সহকারী শিক্ষক রইচ উদ্দিন খান বাবু,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম ও কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।