December 21, 2024, 4:13 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে বিশ^ শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ।অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব। স্বাগত বক্তব্য রাখেন পাবনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। অন্যদের মাঝে বক্তব্য দেন মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইসহাক,সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,আজিজুর রহমান ও দেব প্রসাদ প্রমুখ। স ালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ। প্রধান অতিথির বক্তব্যে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন শিক্ষকরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকদের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিলেন। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেওয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। এ সময় তিনি আরও বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের কল্যাণেও কাজ করে যাচ্ছে ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি