December 22, 2024, 5:12 am
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পিতার সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ছেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।
পারিবারি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে নওশা মিয়া তার ৬ বছরের ছেলে মহসিন মিয়াকে সাথে নিয়ে মাছ ধরতে যায়। নওশা মিয়া মুঠোজাল দিয়ে মাছ ধরতে থাকে। এর একপর্যায়ে মহসিন তার পিতার অজান্তে নদীতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই স্থানীয়রা তাকে উদ্ধার করার জন্য খোঁজাখুঁজি শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টির সত্যতা স্বীকার করেন।
এব্যাপারে তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর সাথে কথা হলে তিনি জানান, কেউ স্ব চোখে শিশুটিকে পানিতে ডুবতে দেখেনি এলাকাবাসীর সন্দেহ সে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। এনিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ ভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।