October 5, 2024, 4:18 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম গোষ্ঠী ও সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনী কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালকিনিতে ইনডোর শিশু পার্কের উদ্বোধন নলছিটিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভা বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করলেন ময়মনসিংহের এসপি- ওসি চারঘাটে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার- ৩ সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর, যোগদানের ১৫ দিনের মাথায় ওসি প্রত্যাহার
শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ইউএনও শফিকুল ইসলাম

শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ইউএনও শফিকুল ইসলাম

ষ্টাফ রিপোর্টারঃ
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।

একই সঙ্গে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন তারাকান্দা উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। শ্রেষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলার শিক্ষা অফিসার নাহিদা পারভীন, নিজ অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষার নানা দিক দিয়ে অবদান রাখায় শ্রেষ্ঠ এসএমসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জেলার ভালুকা উপজেলার পুর্বভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আব্দুল কাদির।

গত ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে শ্রেষ্ট শিক্ষক/শিক্ষিকা/ কর্মকর্তা/কর্মচারী ও ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি।

জেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বলেন, এই বাছাই কমিটিতে ডিসি স্যার সভাপতি। তিনি একটি উপ কমিটি করে দেন, সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়ে থাকে। মাঝে দু-বছর করোনার কারণে করা হয়নি।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি ময়মনসিংহ সদর উপজেলায় গত ২০২২ সালের ২৭এপ্রিল যোগদান করার পর জানতে পেরেছি শিক্ষা নগরী হিসাবে পরিচিত জেলার সদরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার তেমন কোন পরিবেশ নাই,প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতিও কম। তাই যোগদান করেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বাড়াতে কাজ শুরু করছি। আসলে আমি চেষ্টা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষায় ময়মনসিংহ সদর এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।

বাছাই কমিটির সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।

এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ময়মনসিংহ সদরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইউএনও শফিকুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছেন তাদের স্ব-স্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD