October 5, 2024, 4:07 pm
বেতাগী বরগুনা (প্রতিনিধি)
জাতীয় শিক্ষা সপ্তাহে-২০২৩ এ বরগুনা জেলা পর্যায় বেতাগী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ খাইরুল ইসলাম মুন্না শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়।
আজ ১ লা অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহে-২০২৩ এ বরগুনা জেলা পর্যায় বেতাগী সরকারি কলেজ রোভার স্কাউট এর সিনিয়র রোভার মেট মোঃ খাইরুল ইসলাম মুন্না শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়ওয়ায় রেভার স্কাউট গ্রুপ এর পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, প্রাণীর বিদ্যা বিভাগীয় প্রধান প্রভাষক ও রোভার স্কাউট লিডার কমল কৃষ্ণ রায়, প্রভাষক শক্তি পদ বিশ্বাস, সহকারী সিনিয়র রোভার মেট ইশতিয়াক মাহমুদ ইমাম,মোঃ সাগর মিয়া,রেভার রাহাত, মোঃ ইসমাইল, মোঃ শাহীন হাওলাদার, ক্যাডেট মাইনুল ইসলাম তন্ময় প্রমুখ।
বক্তারা বলেন, বেতাগী সরকারি কলেজ থেকে এই প্রথম বার রোভার স্কাউট এ জেলা পর্যায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে মুন্না। রোভার স্কাউট বিভিন্ন জাতীয় দিবসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমরা তোমাদের সফলতা কামনা করছি। ভবিষ্যতে আরো ভালো কিছু করবে।