October 14, 2024, 9:39 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী টু লালমনিরহাট পাকা রাস্তার উপর থেকে এক কেজি গাঁজা সহ একজন মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গার ইসাহকের ছেলে মো: মজিবর রহমান( ৪৮),গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সারে দশটায় ঘটিকার সময় ডিবির অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানাধীন চর কুলাঘাট গ্রামস্থ আল মদিনা মসজিদের সামনে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী পাঁকা রাস্তার উপর হতে মোঃ মজিবর রহমান (৪৮) কে পরিহিত লুঙ্গীর নীচে কোমরে উপরে লালপলিথিন দ্বারা মোড়ানো ও পাটের সুতলী দ্বারা প্যাচানো অবস্থায় বিশেষ কায়দায় রক্ষিত(এক )কেজি গাঁজা সহ আটক করেন। সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী পাঁকা রাস্তার উপর হতে ০১কেজি গাঁজাসহ তাকে আটক করেন।
হাসমত উল্লাহ ।