October 9, 2024, 8:18 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুটি আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি পরিবারের মধ্যে ১টি করে ছাগী বিতরণ করা হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের আওতায় জেসিআই ঢাকা এস্পায়ার এ ছাগী বিতরণ করে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ আশ্রয়ন প্রকল্পের ৬টি ও সদর উপজেলার চর গোবরা আশ্রয়ন প্রকল্ডের ৯টি পরিবারের মাঝে এ ছাড়ী বিতরণ করা হয়। এসময় জেসিআই ঢাকা এস্পায়ার এর পরিচালক আরিফ জামান, শেখ পরিবারের সদস্য শেখ বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেসিআই ঢাকা এস্পায়ার এর পরিচালক আরিফ জামান, সুবিধা ভোগীরা এ ছাগী পালন করেন। পরে এ ছাগী থেকে বাচ্চা হলে প্রতিবেশিকে দিবেন। এভাবেই পুরো আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেক পরিবারের কাছে ছাগল থাকবে। #